ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি কার্যালয়ে প্রবেশ নিয়ে  দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৩

বিএনপি কার্যালয়ে প্রবেশ নিয়ে  দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্রে করে শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরওয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিতের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতা গোলাম সরওয়ার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুরের দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কবর জিয়ারত করেন এবং দলীয় কার্যালয়ে গেলে এম এ মুহিতের সমর্থক নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং এ সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন আহত হয়েছে।

অপরদিকে ডা. এম এ মুহিত গ্রুপের সমর্থকরা তাদের এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আলোকিত বাংলাদেশকে জানান, দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে নিজ দলের মধ্যে এ হামলা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, উভয়পক্ষের মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশি ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ করেনি বলে তিনি উল্লেখ করেন।

সংঘর্ষ,বিএনপি,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত