সিরাজগঞ্জের শাহজাদপুরে দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্রে করে শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরওয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এ মুহিতের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতা গোলাম সরওয়ার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুপুরের দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কবর জিয়ারত করেন এবং দলীয় কার্যালয়ে গেলে এম এ মুহিতের সমর্থক নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং এ সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন আহত হয়েছে।
অপরদিকে ডা. এম এ মুহিত গ্রুপের সমর্থকরা তাদের এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান আলোকিত বাংলাদেশকে জানান, দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে নিজ দলের মধ্যে এ হামলা দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও দলীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, উভয়পক্ষের মধ্যে ছোটখাট সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশি ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ করেনি বলে তিনি উল্লেখ করেন।